মানুষ চোখ বন্ধ করলে আঁধার দেখে,
চোখ মেললে দেখে আলো,
আমার বেলায় সবি বিপরীত কারণ-
হয়তো বাসি অনেক ভালো।
না আমার মনের দোষ বুঝিনা কিছুই-
তাহলে হল আমার একি,
আমি চোখ বন্ধ করলে তোমাকে দেখি-
চোখ মেললেও তোমাকে দেখি।