আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
যে ছিল নির্যাতিত নিপীড়িত সকল শ্রেণীর
মানুষের মাথার মুকুট,
যে ছিল সারা বিশ্বের কোটি কোটি আপামর
জনতার প্রেরণার উৎস।
দুঃখী অসহায়দের বেঁচে থাকার প্রেরণাদাতা।
ইন্দিরা গান্ধী মুগ্ধ হয়ে অকপটে বলেছেনই-
"তিনি একজন মহান নেতা ছিলেন।তার
অনন্যসাধারন সাহসিকতা এশিয়া ও
আফ্রিকার জনগনের জন্য প্রেরণাদায়ক ছিল"
তাঁকেই খুঁজি যার কাছে ধর্ম নিয়ে ছিলনা
বিন্দুমাত্র কোনরকম ভেদাভেদ।
১৯৭০ সালে রেডিও ও টেলিভিশনে জাতির
উদ্দেশ্যে বলেছিলেন যে মনের কথা-
"এই বাংলায় হিন্দু মুসলমান যারা আছে
আমাদের ভাই,বাঙালি-অবাঙালি তাদের
রক্ষা করার দায়িত্ব আমাদের ওপর,
আমাদের যেন বদনাম না হয়"।