আমি চাঁদ মাটিতে দেখেছি দু'চোখ বন্ধ করে,
আমি সূর্য হাতে নিয়েছি অনুভবের ঘোরে।
আমি সাগর শুকাতে দেখেছি স্বপ্নের মাঝেতে,
আমি পুকুরে ইলিশ দেখেছি তোমার কথাতে।
তুমি পলাশীর যুদ্ধ ঘটাতে পারবে বিংশ শতাব্দীতে,
তুমি খেমটা নাচতে পার উত্তাল ঢেউয়ের বিপরীতে।
তুমি স্বাধীন দেশে চামচাদের উৎসাহ পারো দিতে,
তুমি জ্বি-হুজুর করে পারবে অনেক সুবিধা নিতে।
তুমি পারবেনা আমাকে বঙ্গবন্ধুকে অস্বীকার করাতে,
তুমি পারবেনা আমাকে দেশপ্রেম থেকে সরাতে।
তুমি পারবেনা আমাকে জ্বালাতে সত্যের খরাতে,
তুমি পারবেনা আমাকে মিথ্যা দিয়ে ভরাতে।