ভাবতে ভাবতে ঘুমের ঘোরে
স্বপ্ন দেখি রাতে,
নীল আকাশে উড়তে উড়তে
দেখা পরীর সাথে।
মনে আমার সাধ জাগল
দেখতে পরীর দেশটা,
বললাম একটু জল খাওয়াবে
প্রাণে অনেক তেষ্টা।
জল খাবারের বাহানাতে
দেখবো পরীর দেশ,
জলের কাছে যাওয়ার আগেই
স্বপ্ন হল শেষ।