মনের কষ্ট লবন হয়ে
দু'চোখ দিয়ে ঝরে,
নিঃস্ব হয়ে স্বপ্ন ফোঁটা
বুকের উপর পড়ে।
হাজার স্বপ্ন দেহ বেয়ে
মাটিতে যায় মিশে,
কষ্ট আমার জীবন সাথী
কষ্ট আবার কিসে।