ভালোবাসা! মিছে আশা!

এ বুকে মাথা রেখে নরম সুরে বলতে
তুমি আমার হীরা  স্বপ্নের হীরা
আমি তোমার এ হৃদয়ের কাঁচ,
তোমার মিষ্টি মধুর স্পর্শে আমি বিমোহিত
নিজেই কেটে টুকরো টুকরো হয়ে যাই।

ভালোবাসা! মিছে আশা!

আজ তুমিই আমাকে কেটে ফেলেছ
তোমার নিষ্ঠুর ছলনায় স্বপ্নের হীরা,
টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে।

মন শুধু একটি কথাই বার বার বলছে
ভালোবাসা! মিছে আশা!