তোমার মন্দিরে পূজা দিতে যে-
ফুল রেখেছিলাম সেই ফুল গেছে শুকিয়ে,
অনুতাপের অনলে পুড়ে যে কষ্ট পেয়েছি-
রেখেছি তা বুকের মাঝে লুকিয়ে।
বিরহের আগুনের কত যে উত্তাপ-
তা বুঝার আর বাকী নাই,
বিরহে পোড়ার কষ্ট সহ্য হবেনা বলেই-
ফুলগুলো শুকাল যে তাই।
ধনবান হৃদয় হয়ে গেল মরুভূমি-
দিবানিশি করে শুধু হাহাকার,
তবুও হৃদয় শুধু তোমাকেই চায়-
তুমি ছাড়া কিছুই বুঝেনাতো আর।
আর কত কষ্ট দেবে বল তুমি-
সব কষ্ট ভূলে এসো প্রিয়া ফিরে,
অতীতকে ভূলে আনন্দে দিন কাটাবো-
তুমি আমি দুজন স্বপ্নের নীড়ে।
জানি তুমি আসবেনা কোনদিন-
হারিয়ে গেছ অচেনাদের ভীরে,
তাইতো কষ্ট এসে বসত করে-
আমার স্বপ্নে গড়া স্বপ্নের নীড়ে।