নিজের চরকায় তেল না দিয়ে
অন্যের দোষ ধরি,
আগ বাড়িয়ে ঝগড়া করতেই
গায়ের উপর পড়ি।
নিচু জাতের স্বভাব আমার
অনেক ছোট মন,
শক্তির জোরে সামনে যাবার
কল্পনা সারাক্ষণ।
অহংকার করি নষ্ট মনের
মিথ্যা বলেই বড়াই,
টাকার জোরে করে যাচ্ছি
সত্যের সাথে লড়াই।
একটু খানিও ভাবনা হয়না
মরে যাব একদিন,
শক্তি অহংকার টাকার জোর
হয়ে যাবে বিলীন।