তুমি যখন আমার জীবনে ছিলে-
          তখন সবি আমার মনে হতো,
আজ তুমি আমার জীবনে নেই-
          শূন্য বুকে কষ্ট জমা আছে কতো।

বিরোহের অনলে পুড়ে সব হল একাকার।
চোখের সামনে সারাক্ষণি রাতের আঁধার।
রাতের পরে আমার সকাল হয়না যে আর।