আমি তোমার ভালবাসা-
ভালবেসে করেছি ভুল,
কষ্টগুলো বুকে বেঁধেছে বাসা-
আমি সেই মাটির পুতুল।
পুতুলের দেহ আছে ঠিকই-
নেই শুধু প্রাণ,
বোকার মত ভেবে গেলাম-
আমি তোমার জান।
আজ আমি হারাতে বসেছি-
একূল আর ওকূল,
তোমাকে ভালবাসাই ছিল-
আমার সবচেয়ে বড় ভুল।
----------------------
২১/০৩/২০০৯ইং
রাত-৯.০০টা
নান্দাইল
বিঃদ্রঃ-(আমার ব্লগে প্রকাশিত)