মনে আসছে না সেই কবিতাখানি
ভেবেছিলাম গতকাল লিখব বলে,
কলম তো হয়ে গেছে নিরব নিস্তব্ধ
ভাবনা নাকি গেছে হিমালয় চলে।
তপ্ত রোদে বরফের প্রান্তর থেকে
কুড়িয়ে আনতে কবিতার ছন্দ,
লিখতে পারবো কি সেই কবিতাখানি
মনে তো রয়েই গেল আজ দ্বন্দ্ব।