💛💙💜🌷🎋🌹💕💖🌹🎋🌷💜💙💛
ওগো আমার প্রাণের প্রিয়,
আমার মনটা বুঝে নিও।
কোন সে বাঁধে আটকে গেছে
তোমার মায়াময় বিশাল মন,
কেন বুঝনা ওগো মোর প্রিয়
তোমার কথা ভাবি সারাক্ষণ।
জানতে বড় সাধ জাগে
কোন দোষে করছ তুমি এমন?
ভুল বুঝনা মনে যে লাগে
তুমি যে আমার হৃদয়ের আপনজন।।
🎋🌹🌷💜💙💛💗💟♥💚🌷🌹🎋
এই ক্ষুদ্র প্রয়াসটুকু আমার প্রিয়কবি,
প্রেমের কবি,বিরহের কবি,
দেশপ্রেমিক কবি
মার্শাল ইফতেখার আহমেদ এর নামে
🌷 উৎসর্গ করলাম🌷