পূণ্যের বৃষ্টিতে ভেসে যাক মনের কালো,
ইবাদতে মশগুল হয়ে চোখের পানি ঢালো।
মনের আঁধার কেটে আসবে শান্তির আলো,
মন্দকে ত্যাগ করে টানো যা কিছু ভালো।
পাপের ভারে দেহটা এখন দুনিয়াতে বোঝা,
সহজ নিয়মে নিজের জন্য পূণ্যটাকে খোঁজা।
পাপী মনটা পরিষ্কারের রাস্তাটা খুব সোজা,
খাঁটি নিয়তে যদি তুমি রাখতে পারো রোজা।