অভিমানী প্রিয়াকে বললাম ফোনে-
একটি কথা শোনো,
তোমার সাথে এখন থেকে-
নেই গো রাগ কোনো।
দেখা করো আমার সাথে-
অনেক কথাই আছে,
ভালোবাসবো অনেক তোমায়-
থাকবো সদা কাছে।
প্রিয়তমা বলে এসব পুরাতন কথা-
শুনছি বহুবার আগে,
তোমার মুখের মিষ্টি কথাও এখন-
তেতো তেতো লাগে।
কিন্তু আমি শহরে আছি-
বেশ কদিন থেকেই,
পরিচালক আমায় নায়িকা বানালো-
প্রথমবার দেখেই।