স্বপ্ন পায়রা উড়িয়ে দিলাম
ঐ নীল আকাশে,
আশাগুলো ছড়িয়ে দিলাম
বাতাসে বাতাসে।
কল্পনা সব ভিজিয়ে নিলাম
ঝিরিঝিরি বৃষ্টিতে,
হতাশারা সব চমকে গেল
রঙধনুর সৃষ্টিতে।
মিষ্টি মনের আবেগটুকু
অবাক তাকিয়ে রয়,
মধুর লগ্নে এই হৃদয়ে
প্রেমের তুফান বয়।