প্রেমের ভয়ঙ্কর বজ্রপাতে
লন্ডভন্ড এই মন,
অনুতাপের অনলে পুড়ে
নষ্ট এই জীবন।
বিন্দু বিন্দু আবেগ কণা
পুড়ে হয় ছাই,
সেথায়ও দেখি প্রেম ছাড়া
আর কিছু নাই।