বাড়ছে রোগী বাড়ছে লাশ-
বাড়ছে আরো অভাব,
কিছু লোক এখনো হাসে-
হাসাই তাদের স্বভাব।
চিন্তায় চিন্তায় কারো মাথায়-
ধরেছে আবার জং,
এসব দেখে কারো মনে-
লেগেছে আবার রং।
মানছেনা কোন নিষেধাজ্ঞা-
সেজেছে আবার সং,
গরীবের ত্রান লুট করে-
করতেছে কত ঢং।
তাদের বিবেক মরছে-
পশুর চামড়ার আড়ালে,
কি জবাব দিবি বিধাতার-
আদালতে দাঁড়ালে।
নিজ হাতে পারতাম যদি-
দিতে তাদের ফাঁসি,
হিমালয়ের চূড়ায় উঠে-
দিতাম মিষ্টি হাসি।
-----------------
১১/০৪/২০২০ইং
রাত ২.২০মিনিট
পন্ডিতপুর-