পিঁপড়েগুলো খুব ক্ষুদ্র তবু তাদের-
বুদ্ধিমত্তা অনেক ভারী
মাটির গভীরে তাদের সুন্দর বাসা-
দলে চলে সারি সারি।
দলবেঁধে ছুটে তারা এক সাথে-
যেন কত কাজ আর কাজ,
চিল্লাপাল্লা হৈ-হুল্লোড় কোন কিছু নেই-
কাজে নেই কোন লাজ।
একটু খাবার পেলেও সকলে মিলে -
সমান ভাগ করে খায়,
কোন রাগ নেই সবাই খুশী তাই নিয়ে -
যার ভাগে যা পায়।
পিঁপড়েদের শপথ একটাই একতায় চলব,
সৃষ্টির সেরা মানুষের কথা কি আর বলব!!
---------------------
২৯/০৬/২০২০ইং.
সকাল-৬.০০মি.
নারায়ণগঞ্জ।