মাথার উপর বিশাল আকাশ
খসে পড়ার ভয়ে,
ছাতা মাথায় দিয়ে হাঁটি
পাপের বোঝা লয়ে।
ডানে বামে চোখ পড়ে না
খাওয়া-দাওয়ার ধুম,
হেসে করি পরের ক্ষতি
রাতে মজার ঘুম।
সত্যিকারে জীবন কোনটা
জানিনা তো আমি,
মরার পরে কি হবে তাই
জানেন অন্তর্যামী।