তোমার সিঁথিতে ভাসছে যেন-
ধ্বংস হওয়া ট্রয় নগরীর পুরো শহর,
পড়ে আছে বিশ্বযুদ্ধে ব্যবহৃত জাপানে-
নিক্ষেপ করা সেই পারমাণবিক বোমা।
কন্ঠে আছে সর্বদা ট্রাম্পের হুমকির বুলি,
শরীরে আছে বুলেটফ্রুপ জ্যাকেট।
মাথায় মীরজাফর,খুনী মোস্তাকের শয়তানি,
হাতে আছে সেনাবাহিনীর যুদ্ধ কামান।
আমিতো গ্রামের সহজ সরল নিরস্ত্র মানুষ-
কেমন করে,কিভাবে তোমায় জয় করি ??