বাহিরে পাউডার সাদা রূপ ভিতরে কয়লা,
নিজেই জানেনা ভিতরে জমা কত ময়লা।
মিথ্যায় নোবেল জয়ী সত্যের ধার ধারেনা,
মিথ্যা ছাড়া একটা মূহুর্ত বাঁচতেতো পারেনা।
স্বর্গের সুখ বুকের ভিতর সারাক্ষণই খেলে,
হিংসার মালা গলায় পড়ে হাসি পেখম মেলে।
খোদার সুন্দর দৃষ্টি রেখেও চোখ থাকতে কানা,
হাসতে হাসতে ঝাপটায় শুধু অহংকারের ডানা।