ভাবতে ভাবতে সবি শেষ-
জ্বলন্ত প্রদীপ নিভূ নিভূ করছে,
আঁধার মনে হয় খুব সন্নিকটে-
সুখ বুঝি বহুদূর সরছে।
দৃষ্টি দিয়েই সবকিছু কেড়ে নিল-
তাও আবার চোখের পলকের,
দূর থেকে যেন কিসের একটা আভাস দিল-
ভালবাসার,নাকি দৃষ্টির ঝলকের।
মন হরনের যাদু জানে সে-
বুঝিয়ে দিল সবি দৃষ্টি দিয়ে,
আমি অনেক দূর পরেই রইলাম-
তার অবাক করা চাহুনি নিয়ে।
জানিনা এখন সে কেমন আছে-
আমার কথা মনে আছে কিনা,
যতদিন বেঁচে থাকব,আমি মনে রাখবো-
জেনে রেখ ওগো সুরবীণা।
-----------------------
০৯/০৮/২০০৯ইং.
বিকাল-৫.০০মি.
ঢাকা।