কিরে শালা কানের কাছে-
গান শুনাস ক্যান,
আস্তে একটা কামড় দিমু-
সুযোগ কইরা দেন।
এক থাপ্পড়ে শেষ করিব-
কোথায় বসবি বল,
সবে মাত্র জুস খেয়েছি-
গায়ে আছে বল।
কালকেও তো বলছিলেন-
মেরে ফেলবেন খালে,
অবশেষে থাপ্পর দিলেন-
নিজেই নিজের গালে।
বড় বলে করে গেলেন-
সদাই অবহেলা,
অবহেলার শাস্তি পাইছেন-
বুঝেন এবার ঠেলা।
-----------------
১৩/০৪/২০২০ইং
বিকাল ৪.০০টা
পন্ডিতপুর