স্বপ্নপুরীর স্বপ্নরাজ্যে তোমায় পেলাম আমি,
দুই চোখেরি মায়া দৃষ্টি কোথায় পেলে তুমি।
প্রেম কুমারীর মতোই তুমি শুধুই চেয়ে থাকো,
প্রতিদিনই স্বপ্নে দেখি তুমি আমায় ডাকো।
নীরব রাতের অবলীলায় বিমূর্ত হয় মুখ,
অনুভবেও কাছে আসলে লাগে অনেক সুখ।
মন হরিণীর দৃৃষ্টি তোমার কাজল কালো চোখে,
সেই চোখে দেখলে চেয়ে ঈর্ষা করবে লোকে।
তোমার দুটি চোখ আমি একাই দেখব চেয়ে,
স্বর্গ খুঁজে পাবে এ চোখ তোমায় কাছে পেয়ে।
অবাক দৃষ্টি যেন তোমার সারা জীবন রয়,
তোমার দৃষ্টি শুধুই আমার অন্য কারো নয়।