সবুজ ঘাসে কুয়াশার মৃদু আলপনা
নষ্ট হচ্ছে পায়ের পরশে,
জীবন ছোট না বড় এটাতো গল্পনা
অপরাধ হয় মনের হরশে।

নষ্ট লেখায় ভরপুর জীবনের খাতা
কালি তবু হয়না শেষ,
প্রতিনিয়তই ঝরছে সত্যের পাতা
চলে শুধু মিথ্যার রেশ।