শকুনের চাহনি নিয়ে বাংলায় ঘোরাফেরা
শিকারের নেশায় দালালের দলে,
সারাক্ষণ থাকে ওত পেতে ছদ্মবেশী নেড়া
দেশটাকে পিষছে ঘূর্ণি যাঁতাকলে।
পতাকার বাঁশ দিয়ে পলকে ছাঁটাবো ছাল
হাতরে বেড়াবি উহঃ ব্যথায় কাতর,
বিজয় নিশানই হবে দেশপ্রেমিকের ঢাল
যা দেখে হয়ে যাবি নষ্ট বোবা পাথর।