কালোকেশী তুমি সৌন্দর্যে ভরপুর তোমার দেহ,
নির্লজ্জ পশুদের দল উপভোগে আসে
ভুলে ভরা গণনাতেও বাদ যায়না কেহ।

নিষ্পাপীর দলেরা অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়,
শান্তনার জলে দুটি চোখ শুধু ভাসে
অন্তরেতে তবু বিশুদ্ধতার হাওয়া বয়।

কিসে শান্তি কিসে অশান্তি এটুকু যদি নাহি বুঝি,
মনের সুখ থাকবেনা কখনো পাশে
মিথ্যা বাঁধবে ঘর হারিয়ে সত্য খুঁজি।