মু- মুক্তিযুদ্ধের মহানায়ক কি বলিব আর,
জি- জিতবেই যুদ্ধে বাংলাদেশ কথাটি তার।
ব- বলিষ্ঠ কন্ঠে তার শত্রু কাঁপত ভয়ে,
ম- মন ভাবত দেশের কথা শত বিপদ লয়ে।
হা- হাসি ভরা মুখ ছিল আজব মায়ায় গড়া,
ন- নয়ন দুটির কারুকার্য যেন পাগল করা।
নে- নেতৃত্বে তার গুণের ছিলোনাতো শেষ,
তা- তার জন্যই পেলাম স্বাধীন বাংলাদেশ।