একটি স্বচ্ছ স্বপ্নের মৃত্যু যদি হয় অবহেলার কারণে
তবে বিশ্বাসটা কোথায় গিয়ে দাড়াবে,
মিথ্যার নোংড়া ডাস্টবিন ফুফিয়ে কাঁদে সত্য ধারনে
পঁচা দুর্গন্ধময় বিশ্বাসে বিবেটা হারাবে।

লক্ষ কোটি পশু পাখিদের ভীড়ে দু'একজন মানুষ
চোখের সামনে ভাসে পরিপূর্ণ সুন্দর দুনিয়া,
বিবেকহীন পশু পাখিদের হবেনা কি কখনো হুশ
পাপারাজ্যে হেসে যাবে মিথ্যার জাল বুনিয়া।