বাঁকা চাঁদের হাসি এনে
মায়ের মুখটা ভরাব,
হাজার তারার মালা গেঁথে
মায়ের গলায় পরাবো।
পদ্ম দীঘির পদ্ম দেবো
মায়ের মাথায় গুঁজে,
মায়ের শাসন মানব সদা
মিষ্টি দুচোখ বুঁজে।
রংধনুর শাড়ি সাজাবো
মায়ের সারা অঙ্গে,
আজন্মকাল আল্লাহ তুমি
থেকো মায়ের সঙ্গে।