মা জননী আমার নয়নমণি-
অনন্য এক দান,
খোদার পরেই মা তোমার আসন-
আকাশের সমান।
তোমার মায়া মুখখানি মা-
মনে দিলাম রেখে,
দুঃখ দূরে সরে যায় মা-
তোমার মুখটা দেখে।
তোমার মুখটা সারাক্ষনি মা-
আমার চোখে ভাসে,
কষ্ট দূরে সরে গিয়ে শুধু মা-
সুখটুকুই হাসে।
সারাজীবন থাকবে সামনে মা-
এটাই শুধু চাই,
তোমার চোখে চোখ পড়িলে মা-
আলো খুঁজে পাই।
আমার দৃষ্টির সব আলো মা-
তোমার চোখে আছে,
জীবন মনে হয় পরিপূর্ণ মা-
থাকলে তুমি কাছে।
--------------------
১৫/০৫/২০২০ইং
রাত-৯.০০টা
নারায়ণগঞ্জ