বন্ধ ঘরে আমি-
মনটা ঘরে নাইরে,
সারাক্ষণি এদিক সেদিক-
ঘুরে ফিরে বাইরে।
লকডাউন হয় সব জায়গা-
মনটা কেন হয়না,
দেহ ঘরে মনটা বাইরে-
এ জ্বালা আর সয়না।
বিঃদ্রঃ-প্রচুর ঝড় তুফানের জন্য বিদ্যুত না থাকার কারনে কয়েকদিন কবিতা দিতে পারি নাই,প্রিয় কবিদের কারো পাতায় যেতে পারিনি।অনেক খারাপ লাগছে।আবহাওয়া অনেক খারাপ কখন বিদ্যুত চলে যায় ঠিক নেই।প্রিয় কবিদের পাতায় না যেতে পারলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আমার মনটা সর্বদা কবিতায় আসার জন্য ছটফট করে।