কত ধারালো ব্লেড-
গাছ কি কাটা যায়?
কুঠারের তো অনেক ধার-
চুল কাটার শক্তি আছে তায়?
কিছু মানুষ চলতে চায়-
সদা অন্যের নির্ভরশীলতায়।
শিক্ষার দম্ভে মন চালায় কুশিক্ষায়।
ভাবেনা সব হিসাব রাখে ঐ উপরওয়ালায়।
আমি চলি আমার নিজ যোগ্যতায়।
স্যালুট তাদের শেষ লাইনটি-
যাদের সাথে মিলে যায়,,।
----------------------
২৫/০৪/২০২০ইং
বিকাল-৩.৫০মি.
পন্ডিতপুর