এক----------
এই জীবনের গল্পটা যদি সত্যি সত্যি-
এমন হতো,
শেষ প্রান্ত থেকে আবার নতুন করে-
শুরু করা যেতো।
তবে কেমন হতো--?
দুই--------------
ভূলগুলো সব আবার শোধরানো যেতো।
ভাল গ্রহন করে খারাপ বর্জন করা যেতো।
জীবনটাকে সুন্দর করে সাজানো যেতো।