করোনাতে অনেক হাসিই হারিয়েছে ভাই,
কিছু হাসির খবর আমি আজকে দিয়ে যাই।
রাতের শেষে সূর্য হাসে-
দিনের শেষে চাঁদ,
বিশাল সমু্দ্রে চর হাসে-
নদীর বুকে বাঁধ।
আকাশেতে তারা হাসে-
জমিনেতে মাটি,
মায়ের কোলে শিশু হাসে-
তার চেয়ে খাটি।
নৌকার বুকে মাঝি হাসে-
পানির বুকে মাছ,
সবুজ মাঠে ফসল হাসে-
রাস্তার ধারে গাছ।
বাগানেতে ফুল হাসে-
শাপলা হাসে বিলে,
মেঘের বুকে বৃষ্টি হাসে-
আকাশ হাসে নীলে।
মা হাসে আমার সুখে-
বাবাও হাসে তাই,
আমি হাসি তাদের সুখে-
বোনের সুখে ভাই।
এই ছিলো আজ হাসির খবর আপাতত শেষ,
কেমন লাগল কমেন্ট করলে খুশি হব বেশ।
---------------------
১১/০২/২০২০ইং
বিকাল-৪.১৫মি.
নারায়ণগঞ্জ