হতে পারো শক্তিশালী দেশের প্রেসিডেন্ট
করতে পারো ক্ষমতার অপব্যবহার,
মানুষকে মানুষ ভাবতে পারনা কখনোও
আজব ক্ষমতার এতই কি অহংকার?
বাস্তব কি বোঝায় না অহংকার পতনের মূল
কোন সুখে আছ অন্যের সুখ নিয়ে,
তুমি জানো কোটি কোটি টাকার হিসাব হয়
ফুটপাতের পাঁচ টাকার কলম দিয়ে,
জীবনে যা করেছ উল্টো সব সঠিক ভেবে
যেখানে ভরা শুধু ভুল আর ভুল,
বিবেক দিয়ে দেখো পঁচা পানিতেই ফোটে
বাংলাদেশের জাতীয় শাপলা ফুল।