দু'দিনের জীবন নিয়ে লিখেছেন কত গল্প
হাজার হাজার সম্মানিত প্রিয়কবি,
কত হাসি আর বেদনা বেশী আবার অল্প
যাহা লিখেছেন সবই জীবন্ত ছবি।
জীবনকে নিয়ে লিখেছেন খুব সহজ করে
আমৃত্যু পর্যন্ত গল্প কবিতা যত,
অল্পের জন্যও কি পেরেছেন সহজ করে
সাজাতে জীবন গল্প কবিতার মত?