মনটা ছিল এলোমেলো
তবুও প্রেম হয়ে গেলো
কালো মনে আলো দিয়া
গল্প করতে গিয়ে,
স্বপ্নগুলো তোমায় দিলাম
কষ্টগুলো বুকে নিলাম
স্মৃতিতে বুকটা ভরিয়া
আমায় কষ্ট দিয়ে ।
ইচ্ছা জাগে আমার মনে
প্রশ্ন রাখি স্মৃতির সনে
কত সুখে আছে প্রিয়া
আমার সুখগুলোকে নিয়ে।