আমি কোন লেখক হতে চাইনা
তেমন কোন ইচ্ছাও নাই,
আমি কোন কবি হতে চাইনা
মনে কোন ভাবনাও নাই,
শুধু মনের কথাগুলো বলে যেতে চাই।
-------------------------------------
বিঃদ্রঃ-চাচা মারা যাওয়ায় সারাদিন আসরে
আসতে পারিনি কারো কবিতাও পাঠ করিনি
তবে দু'একটা চেষ্টা করব।সে জন্য দুঃখিত।
ক্লান্ত শরীর সারাদিন অনেক কাজ করেছি।