ইতরের কাজ শুধু শুধুই করা ইতরামি,
কি করে বুঝবে ওরা দেশটা কত দামী।

পাগলের কাজতো শুধু শুধুই করা পাগলামী,
ওরা কি করে জানবে যে বিবেক কত দামী।

ছাগলের কাজতো শুধু শুধুই করা ছাগলামি,
কেমন করে বুঝবে ওরা ভাল আর বোকামি।

কি করে দেবে ওরা ভাল মন্দের মূল্য,
সবই তাদের কাছে হাওয়ার সমতূল্য।
আমিও দেখব কত লাফাতে পারে ওরা-
যেমন লাফায় ছাগলের তিন নাম্বার বাচ্চা,
"আই ডোন্ট কেয়ার"আমার লেখা থামবেনা-
কারণ আমি দেশপ্রেমিক সাচ্চা।