প্রতিটি ইঞ্চি মাটি হীরার চেয়ে খাঁটি
তাজা রক্ত দিয়ে কেনা,
দেশপ্রেমিকের আখড়া বঙ্গবন্ধুর ঘাঁটি
কেড়ে নিতে কেউ পারবেনা।
ঘুমিয়ে আছে যেখানে সারা বাংলায়
লাখো শহীদ রক্ত দিয়ে,
সূর্য সন্তানেরা বিজয়ের পতাকা উড়ায়
মুজিব আদর্শ বুকে নিয়ে।