মাননীয় এ্যাডমিন সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি,সামনে আসছে ১৫ই আগষ্ট জাতীয় "শোক দিবস"এই দিনে সারা দেশে থাকবে কত রকম আয়োজন।বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর স্বরণে নানান অনুষ্ঠানের আয়োজন করেছে,আমরা কি পারিনা এই কবিতার আসরে ১৫ই আগষ্ট শনিবার একটি দিনে শুধুমাত্র বঙ্গবন্ধুকে নিয়ে লিখা কবিতা প্রকাশ করতে।আমরা একত্র হতে পারবোনা তবে সকলেই পারবো কবিতার মাধ্যমে একত্রে শোক পালন করতে।হতে পারে এই একটি তারিখই আসরে স্বরণীয় হয়ে থাকবে।এটা আমার ব্যাক্তিগত অভিমত। সকল দেশপ্রেমিক কবিদের এবং মাননীয় এ্যাডমিনের প্রতি অনুরোধ করছি বিষয়টি বাস্তবায়ন করা যায় কিনা ভেবে দেখার জন্য।ধন্যবাদ সহ অনন্ত ভালোবাসা সকলের প্রতি।ভালো থাকবেন সবসময় সপরিবারে।
আলোচনাটি ৬৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১২/০৮/২০২০, ০০:৩১ মি: