আমিতো ভাই লজ্জা পাই-
তুমিও কি পাও তাই,
পেটের মাঝে খাবার নাই-
কিসের লজ্জা ভাই।
স্টকে জমা যাহা ছিল-
সবই আজ শেষ,
ক'দিন আগেও করে মিল-
চলেছিতো বেশ।
এক করোনায় করল নিঃস্ব-
চোখের জলে ভাসি,
কাঁপলো বিবেক কাঁপালো বিশ্ব-
ভাইরাস সর্বনাশী।
ভাল লাগে একত্র সবে-
বিশ্বকে করল মিল,
ভ্যাকসিনটা এলে ভবে-
ঠান্ডা হবে দিল।