তোমাকে দেখি নিভু নিভু আলোতে-
কাল বৈশাখী ঝড়ের রাতে,
বজ্রপাতের তান্ডবে এলোমেলো আকাশ-
তুমি আছো আনন্দের মেলাতে।
ঝড়ো হাওয়ায় দেয়াল কেঁপে উঠে-
মনে জাগে ভয় একলা ঘর,
তোমাকে দেখি আনন্দে গান গাইছ-
উত্তাল সমুদ্রে ঢেউয়ের উপর।