আজ কাল আর পরশু করে সময় করলি পার,
বিবেক দিয়ে দেখনা ভেবে সময় নাই যে আর।
পশুর মত জীবন যাপন তোর জঙ্গলেরই মাঝে,
হিংসার বুলি ঝড়ে পড়ে তোর প্রতি কথার ভাঁজে।

বাহিরে তোর বিশুদ্ধতা ভিতরটাতে বিষ,
অন্যের ক্ষতি করতে সদা মধুর বাক্য দিস।
দুনিয়ায় নিবি আমৃত্যু স্বর্গের মত সুখ,
বিবেক যেদিন ধরবে ফেটে যাবে বুক।