তুমি যদি আকাশ হও-
আমায় তুমি নীল হতে দিও,
তুমি যদি রাঙ্গা সকাল হও-
আমার শিশির করে নিও।
তুমি যদি বৃষ্টি হও-
আমায় তুমি মেঘ হতে দিও।
তুমি যদি স্নিগ্ধ বকুল হও-
আমায় মালা করে নিও।
তুমি যদি জোনাকী হও-
আমায় তুমি আলো হতে দিও,
তুমি যদি রাত হও-
আমায় তুমি আধাঁর করে নিও।
তুমি যদি ছায়া হও-
আমায় তুমি কায়া হতে দিও,
তুমি যদি ভালবাসা হও-
আমায় তুমি বিশ্বাস করে নিও।