অবহেলার সমুদ্রে যদি সত্যটুকু ডুবে যায়,
মিথ্যার্ তখন মাথা উঁচু করে দাঁড়ায়,
বাস্তব মনের কষ্টগুলো একাকী কাঁদে বিষন্নতায়।
মহাসমুদ্রেও তৃষ্ণায় কাতর নির্ভেজাল আত্মা,
মনের আনন্দে সত্যটুকু ভাসায়।
হার না মানার চেষ্টায় সফলতার আশায়,
মনের সবটুকু আবেগ ঢেলে সাজায়।
নষ্ট বিবেক করে উপহাস বিষাক্ত আবহাওয়ায় করে বসবাস।
সত্য খোঁজার উচ্ছ্বাসে জীবনকে নাড়িয়ে দিবে আরো একবার
সত্যের মাঝে মাথা উঁচু করে বাঁচার আশায়।