বাঘঃ-
বাঘ মশাই হরিণীকে বলল ফোনে
প্রিয়া কেমন আছ তুমি,
হরিণীঃ-
কষ্টে আছি জঙ্গলের এক কোণে
তুমি ছাড়া হৃদয় মরুভূমি।
বাঘঃ-
প্রিয়া তুমি ছাড়া লাগেনা ভাল কিছু
চোখে ভাসে তোমার মিষ্টি হাসি,
হরিণীঃ-
যেখানেই থাকি নাও যে আমার পিছু
তাইতো তোমায় এত ভালোবাসি।