বাঘ:
ও হরিণী জান কোথায় আছো তুমি?
আজ ক'দিন তোমার ফোন ছিল কেন বন্ধ?
তোমার চিন্তায় আধমরা জীবন আজ মরুভূমি!
বিরহের কবিতায় খুঁজে পাই না কোন রকম ছন্দ।

হরিণী:
ভুলে গেছ যে ব্যবহারে মনে ছিল কষ্ট?
তুমি কি জানো না তোমার প্রেমে আমি অন্ধ?
তুমি যদি এমন করো আমি হয়ে যাই সদা পথভ্রষ্ট!
তাইতো ইচ্ছে করেই সৃষ্টি করেছি এই ক'দিনের দ্বন্দ্ব।