হেলায় হেলায় মনটা চলে
মন্দ বুঝিনা,
অতি মোহে সামনে চলে
সত্য খুঁজিনা।
ভাবটা আমার বড়লোকি
রক্তটা গরম,
গরীবের রক্ত চুষে খাচ্ছি
নেইতো শরম।
বিবেক আমার নেই সাথে
বহু আগে থেকেই,
ভাবিনা মন যেতে যে হবে
সব কিছু রেখেই।